Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

   চট্টগ্রাম শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণে চট্টগ্রাম -কক্সবাজার হাইওয়ের উপর পটিয়া উপজেলা অবস্থিত। পটিয়া  বাসস্ট্যান্ড  হতে  বৈলতলী  রোড  দিয়ে প্রায় ৩০০ গজ দক্ষিণে এগিয়ে গেলেই রাস্তা সংলগ্ন হাতের ডান পাশে সীমানা প্রাচীর বেষ্টিত এক একর এলাকা জুড়ে নয়নাভিরাম মনোমুগ্ধকর পরিবেশে উপজেলা প্রাণী সম্পদ অফিস, পটিয়া,চট্টগ্রাম অবস্থিত।ইহা একটি দ্বি-তল বিশিষ্ট ভবন। যার নীচ তলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও  ভেটেরিনারী  চিকিৎসালয়  এবং  দ্বিতীয়  তলায়  ভেটেরিনারী  সার্জন ও  ভেটিরিনারী কম্পাউন্ডারের বাসভবন।