চিকিৎসা সেবা -
অফিস চলাকালীন সময়ে অসুস্থ গবাদী প্রাণী ‘প্রাণী চিকিৎসালয়ে’ নিয়ে আসার পর দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারী সার্জন প্রাণীটির পরীক্ষা-নিরীক্ষা ,চিকিৎসা ও পরামর্শ প্রদান করে থাকেন। ভেটেরিনারী কম্পাউন্ডার ও ড্রেসার তাঁকে সহযোগীতা করে। এখান থেকে সরকারীভাবে সরবরাহের ভিত্তিতে সকল চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে।
পরীক্ষা-নিরীক্ষা-
এখানে কৃমি ও অন্যান্য ব্যাক্টেরিয়াল ও প্রোটোজুয়াল রোগ নির্ণযে রক্ত ও পায়খানার ল্যাবরেটরী টেস্ট করা হয়। গবাদী প্রাণী র গর্ভ পরীক্ষা করা হয় ।
কৃত্রিম প্রজনন সেবা-
গবাদী প্রাণীর জাত উন্নয়নের লক্ষ্যে সরকার নির্ধারিত মূল্যের বিনিময়ে কৃত্রিম প্রজনন করা হয় । - সেবা প্রদানকারী - এফ,এ ( এ,আই) ৷
রোগ প্রতিরোধ ব্যবস্থা -
গবাদী প্রাণীর তড়কা, বাদলা, গলাফুলা, কলেরা, ক্ষুরা রোগের প্রতিষেধক টিকা ; ছাগলের পিপিআর রোগের প্রতিষেধক টিকা ; হাঁস- মুরগীর বসন্ত, কলেরা, রানীক্ষেত রোগের প্রতিষেধক টিকা ও কবুতরের বসন্ত রোগের প্রতিষেধক টিকা সরকার নির্ধারিত মূল্যের বিনিময়ে সরবরাহ দেয়া হয়। ‘প্রাণী চিকিৎসালয় ও মাঠ পর্যায়ে ভেটেরিনারী ফিল্ড এসিস্টেন্ট (ভিএফএ) কর্তৃক এ সেবা প্রদান করা হয়।
খামার স্থাপন-
গবাদী প্রাণি ও হাঁস-মুরগীর খামার স্থাপন বিষয়ক পরামর্শ ও সকল প্রকার কারিগরী পরামর্শ দেয়া হয়। - সেবা প্রদানকারী - ভিএস, ভিএএফএ।
ঘাস চাষ -
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে ঘাস চাষ পরামর্শ , ঘাসের কাটিং সরবরাহ, ইউ.এম.এস ব্যাপারে পরামর্শ সহ আধুনিক টেকনোলজী কৃষকের নিকট পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ, উঠান বৈঠক, লিফলেট,পোস্টারিং ও অন্যান্য জনসংযোগ করা হয়।- সেবা প্রদানকারী -ইউ.এল.ও, ভিএস, ভিএফএ, এফ.এ(এ.আই) ৷
সকল কর্মকান্ডের সমন্বয় করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ৷
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস